হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ২ 

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরের ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আহতরা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল মান্নান আনসারী। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে শিবপুর উপজেলার শ্রীফুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহতেরা হলেন মাদারীপুর জেলার কুতুবপুর থানার শিবচরের হাসিনা বেগম (৩৯) এবং সানজিদা বেগম (১৯)। 

ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল মান্নান আনসারী আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ২টার দিকে শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীফুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষ হয়। আমরা জাতীয় জরুরি সেবা থেকে কল পেয়ে ২টা ৮ মিনিটে সেখানে পৌঁছাই। পরে ঘটনাস্থলেই নিহত তিনজন এবং আহত মা-মেয়েকে উদ্ধার করে নরসিংদীর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়।’ 

তিনি আরও বলেন, ‘নিহত তিনজনই পুরুষ ব্যক্তি। প্রাথমিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। আমরা ইটাখোলা হাইওয়ে পুলিশের কাছে লাশ হস্তান্তর করেছি।’ 

এ বিষয়ে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আরএমও পলাশ মোল্লা বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ 

তবে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে একাধিকবার ফোন করা হলেও কেউ রিসিভ করেননি।

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত

টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই, আহত ২

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার

মতিঝিলে ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী