হোম > সারা দেশ > গাজীপুর

সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুর উদ্ধার, একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন রিংটেইল লেমুর ও গ্রেপ্তার মো. দেলোয়ার হোসেন তওসীফ। ছবি: সংগৃহীত

গাজীপুরের সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি বিপন্ন রিংটেইল লেমুরের মধ্যে একটি লেমুর উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. দেলোয়ার হোসেন তওসীফ (২২) নামের এক যুবককে জামালপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি জানায়, শুক্রবার (১৮ এপ্রিল) জামালপুর জেলার সদর থানার দড়িহামিপুর আকন্দবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তওসীফকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই ঢাকার শ্যামবাজার এলাকা থেকে একটি পুরুষ রিংটেইল লেমুর খাঁচাবন্দী অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ রাত ১১টা থেকে ২৪ মার্চ ভোর সাড়ে ৫টার মধ্যে সাফারি পার্কের লামচিতা ঘর-০১-এর জাল কেটে দুটি পুরুষ ও একটি স্ত্রী রিংটেইল লেমুর চুরি হয়। ঘটনাটি গুরুত্বসহকারে নিয়ে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অনুরোধে ডিবি তদন্ত শুরু করে। পরে বিভিন্ন সরকারি সংস্থার সহযোগিতায় চুরির ঘটনায় অভিযুক্ত তওসীফকে শনাক্ত করা হয়।

বাকি দুটি লেমুর উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বন অধিদপ্তরের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ মার্চ গাজীপুর সাফারী পার্কের লামচিতা বেষ্টনী-১ এর নেট কেটে দুইটি পুরুষ ও একটি স্ত্রী লেমুর চুরির ঘটনা ঘটে। প্রাণীগুলো আন্তর্জাতিকভাবে বিপন্ন প্রজাতির। এ ঘটনায় ৭ এপ্রিল গাজীপুরের শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়। এ ঘটনার পরপরই বিষয়টি অধিক গুরুত্বের সঙ্গে নিয়ে ও বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অনুরোধে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ঢাকা মেট্রোপলিটন পুলিশ চুরি হওয়া তিনটি লেমুর উদ্ধারে কাজ শুরু করে। বিভিন্ন তথ্য উপাত্তের সহযোগিতায় গত ১৮ এপ্রিল জামালপুরের সদর থানার ৯ নম্বর রানাগাছা ইউনিয়নের দড়িহামিপুর আকন্দ বাড়িতে অভিযান পরিচালনা করে।

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি