হোম > সারা দেশ > ঢাকা

একদিনে আরও ১৪৩ ডেঙ্গু রোগী শনাক্ত

দেশে ডেঙ্গু পরিস্থিত খারাপের দিকে যাচ্ছে। প্রতিদিনই নতুন নতুন আক্রান্তে রেকর্ড গড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১৪৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছিলেন ১২৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এই চিত্র দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১৪৩ জন। আগের ২৪ ঘণ্টায় রোগী ভর্তি হয়েছিল ১২৩ জন। এর আগে ছিল ১০৫ জন। গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত আট মাসে রোগী শনাক্ত হয়েছিল ৪০৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর জানুয়ারিতে দেশে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭১ জন। আর চলতি মাসের ২৬ দিনে এক হাজার ৫৭৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত ও বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তি হন এক হাজার ৯৪৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ৪৩৩ জন। রাজধানীর ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৫০০ জন এবং ঢাকার বাইরে ভর্তি রয়েছেন ৯ জন। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন