হোম > সারা দেশ > ঢাকা

ভর্তি পরীক্ষার্থীদের ফুল দিতে গিয়ে ছাত্রলীগের পিটুনি খেল ছাত্রদল

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের ফুল দিতে গিয়ে ছাত্রলীগের পিটুনি খেয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা–কর্মীরা। এ ঘটনায় শাখা ছাত্রদলের আহ্বায়ক প্রার্থীসহ দুজন আহত হয়েছেন। আজ রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ সংলগ্ন গেটের সামনে এ হামলা হয়। 

জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক প্রার্থী মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে নেতা–কর্মীরা ভর্তি পরীক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা জানাতে আসেন। এ সময় ছাত্রলীগকর্মী মফিজুর রহমান হামিম, নাজমুল হাসান মুন্না, শেখ রাসেল, মেহেদী হাসান, নওশের বিন আলম ডেভিডসহ কয়েকজন ছাত্রদল নেতা–কর্মীদের ওপর অতর্কিত হামলা করে। এতে গুরুতর আহত হন ছাত্রদলের আহ্বায়ক প্রার্থী মেহেদী হাসান হিমেল এবং শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন। 

হামলার বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক প্রার্থী মেহেদী হাসান হিমেল বলেন, ছাত্রসংগঠন হিসেবে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। সে দায়িত্ব পালনে আমরা যখন শিক্ষার্থীদের মাস্ক, কলম ও ফুল দিয়ে সম্ভাষণ জানাচ্ছিলাম, তখন ছাত্রলীগ আমাদের ওপর হামলা করে। এই হামলা প্রমাণ করে ছাত্রলীগ কখনো শিক্ষার্থীবান্ধব ছিল না। 

শাখা ছাত্রলীগ নেতা মফিজুর রহমান হামিম বলেন, পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটে কিছু অছাত্র ছাত্রদলের নেতা কর্মীরা শিক্ষার্থীদের যাতায়াতে বিঘ্ন ঘটায়। আমরা তাঁদের সরে যেতে বললে হাতাহাতির ঘটনা ঘটে। 

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪