হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে সড়কে মরদেহ রেখে বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বিচারের দাবিতে সড়কে মরদেহ রেখে বিক্ষোভ ও কারখানা ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাত ১০টার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে এই বিক্ষোভ করেন মৃতের স্বজনেরা।

এ সময় বিক্ষুব্ধরা হাতিম প্লাস্টিক কারখানাটিতে ভাঙচুর চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধাওয়া দিলে সড়কে লাশ ফেলে পালিয়ে যান তাঁরা। পরে ডেকে এনে লাশ দাফনের জন্য বলা হলে মৃতের ভাই লাশ নিয়ে যান। 

পুলিশ জানায়, টঙ্গীর মরকুন এলাকার হাতিম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাতিম প্লাস্টিক কারখানা থেকে গত সোমবার অজ্ঞাত এক তরুণের (১৯) লাশ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে পুলিশ ওই তরুণের পরিচয় শনাক্ত করতে পারেনি। পরদিন মঙ্গলবার তাঁর পরিচয় শনাক্ত হয়। মৃত ওই তরুণ ভোলা জেলার কাছিয়া গ্রামের মৃত মহসিনের ছেলে।

পুলিশ আরও জানায়, কারখানার ভেতর থেকে লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার সন্ধ্যায় লাশ দাফনের জন্য নাহিদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। পরে তার স্বজনেরা লাশ দাফন না করে সড়কে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ শুরু করে।

হাতিম প্লাস্টিক কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. পলাশ বলেন, ‘পুলিশ লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়ায় দাফনের জন্য দিয়েছে। নাহিদের পরিবারের লোকজনসহ শতাধিক এলাকাবাসী আমাদের কারখানায় ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষতি করেছে। আমরা মামলা করব।’ 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, সড়ক থেকে লাশ সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি