হোম > সারা দেশ > ঢাকা

সাবেক ভূমিমন্ত্রীর ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ফাইল ছবি

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১০২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার অবরুদ্ধ এবং চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৯৫৭ বিঘা জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

মানি লন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর আজ রোববার (৯ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন। দুদকের উপপরিচালক মো. মাহফুজ ইকবাল আদালতে এ-সংক্রান্ত আবেদন করেন।

দুদকের আবেদন অনুযায়ী, অনুসন্ধানে দেখা যায়, সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর পরিবারের নামে বিভিন্ন কোম্পানিতে শেয়ারের মালিকানা রয়েছে, যার মোট মূল্য ১০২ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার ২৫০ টাকা। এ মুনাফা অবরুদ্ধ করা প্রয়োজন বলে আদালত মনে করেন।

অন্যদিকে, ৯৫৭ বিঘা জমি ক্রোকের আবেদনে বলা হয়েছে, এসব সম্পত্তি অন্যত্র হস্তান্তরের আশঙ্কা রয়েছে, যা মামলার ভবিষ্যৎ কার্যক্রমে বাধা হতে পারে। জমির আনুমানিক মূল্য ৪ কোটি ৬৫ লাখ ৬২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ১৭ অক্টোবর, সাবেক মন্ত্রীর দেশ-বিদেশে থাকা ৫৮০টি বাড়ি, অ্যাপার্টমেন্ট, জমিসহ স্থাবর সম্পদ জব্দের নির্দেশ দেন আদালত। এ ছাড়া দুবাইয়ের দুটি ব্যাংক হিসাব ও বাংলাদেশের একটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়। ৭ অক্টোবর সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা এবং ৫ মার্চ তাঁর ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়।

দুদক জানিয়েছে, এসব সিদ্ধান্ত মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর আওতায় নেওয়া হয়েছে এবং অনুসন্ধান চলমান রয়েছে।

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারণা চক্রের ৮ জন গ্রেপ্তার, ৫১ হাজারের বেশি সিম জব্দ

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন