হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে বিএনপির ১৩৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৬

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

বিএনপি-জামায়াতের ডাকা হরতালে গাজীপুরের টঙ্গীতে মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় টঙ্গী পশ্চিম থানার পুলিশ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ৭৮ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে একটি মামলা করেছে। এই মামলায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারকৃতদের নাম জানানো হয়নি। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গী পশ্চিম থানায় এ মামলা হয়। আজ বুধবার সকালে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম তথ্যটি নিশ্চিত করেছেন। 

ওসি মো. শাহ আলম বলেন, গত রোববার বিএনপি-জামায়াতের ডাকা হরতালে টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন বিএনপির নেতা-কর্মীরা। আর এই অভিযোগে ৭৮ জনকে শনাক্ত করে এবং আরও অজ্ঞাত ৬০ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। এ মামলায় প্রাথমিকভাবে ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। 

ওসি আরও জানান, এই মামলায় টঙ্গী পশ্চিম থানা বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতাদের আসামি করা হয়। মামলায় গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক শেখ মো. আলেক, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বকর সিদ্দিক, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক মো. সাজেদুল ইসলামসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ৭৮ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে।

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি