হোম > সারা দেশ > গাজীপুর

একদিনে ৩ বার টিকা দেওয়ার অভিযোগ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

এক শিক্ষার্থীকে একদিনে ৩ বার টিকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গাজীপুরের কাপাসিয়া উপজেলার একটি বিদ্যালয়ের টিকাকেন্দ্রে আজ বুধবার এই ঘটনা ঘটে। তবে বর্তমানে ওই শিক্ষার্থীর অবস্থা স্বাভাবিক রয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, প্রথমে লাইনে দাঁড়ালে লাইন থেকে ফরম স্বাক্ষরের পর সে টিকা প্রদানের কক্ষে প্রবেশ করে। তারপর একটি টেবিলের পাশের চেয়ারে তাকে বসতে বলা হয়। সেখানে তাকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়। পরে সামনের টেবিলের দিকে গেলে সেই টেবিলের টিকাদানকারী ব্যক্তি তাকে দ্বিতীয় ডোজ টিকা দেয়। দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার পর সে দাঁড়িয়ে থাকে। তারপর সে আরেকটি টেবিলের সামনে গিয়ে দাঁড়ালে সেই টেবিলের টিকাদানকারী ব্যক্তি তাকে টিকা নিতে বললে, সে তৃতীয় ডোজ টিকা নেয়। পরে সে এই ঘটনা বাড়িতে এসে তার মাকে জানায়। 

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বলেন, ‘আমি ছেলেকে সঙ্গে নিয়ে টিকাকেন্দ্রে যায়। সেখানে কোনো শৃঙ্খলা ছিল না। প্রায় ৫ হাজার শিক্ষার্থীকে সেখানে টিকা দেওয়া হচ্ছিল। শিক্ষার্থীরা ভেতরে যাচ্ছিল আর তাদের টিকা দেওয়া হচ্ছিল। কারও টিকার রেজিস্ট্রেশন কার্ডে টিকাদানকারীর স্বাক্ষর ছিল না।’ 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম বলেন, ‘আমি বিষয়টি জানার পর টিকাদানকারীর সঙ্গে কথা বলি। তিনি বলেন, তাকে একটি টিকা প্রদান করা হয়েছে। অসাবধানতাবশত তার শরীরে আরেকটি সুচের খোঁচা লেগেছে।’ 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক মো. আ. সালাম বলেন, ‘একাধিকবার টিকা দেওয়ার কোনো সুযোগ নেই। টিকা প্রদানের শেষে প্রতিটা টিকার রেজিস্ট্রেশন কার্ডে টিকাদানকারীর স্বাক্ষর থাকে।’ 

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন