হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর কুমার নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

প্রতিনিধি, মাদারীপুর

নিখোঁজের চার দিন পর মাদারীপুরের কুমার নদ থেকে শিশু আকাশ মজুমদারের (১০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের ঘটকচর এলাকায় কুমার নদে একটি বাঁশঝাড়ে ভাসতে দেখা যায় মৃতদেহটি।

আকাশ মজুমদার সদর উপজেলার পেয়ারপুর গুচ্ছগ্রামের দেলোয়ার মজুমদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, সকালে ঘটকচর এলাকার কুমার নদে মধ্যে বাঁশঝাড়ে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে সদর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তাঁরা শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে জানা যায় শিশুটির নাম আকাশ মজুমদার, সে চার দিন আগে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যাচ্ছিল না। মরদেহের একাধিক স্থান পচে গেছে।

শিশুর মা নয়ন তারা বলেন, ‘আমরা সরকারি গুচ্ছগ্রামে থাকি। চার দিন আগে আকাশ নিখোঁজ হয়। পরে কুমার নদে জাল ফেলে অনেক খোঁজা-খুঁজি করেছি, কিন্তু পাইনি। এখন মোর পোলার মরা লাশ পাইলাম।’

এব্যাপারে সদর থানার ওসি মো. কামরুল হোসেন জানান, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় কুমার নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের আবেদনের ভিত্তিতে তাঁদের কাছে মৃতদেহ বুঝিয়ে দেওয়া হয়। শিশুটি চার দিন ধরে নিখোঁজ ছিল।’

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা