হোম > সারা দেশ > ঢাকা

ঢাকায় প্রতি কিলোমিটারে ফায়ার হাইড্রেন্ট বসানোর পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে এক কিলোমিটার পরপর স্ট্রিট ফায়ার হাইড্রেন্ট পয়েন্ট স্থাপনের পরিকল্পনা করেছে সরকার। অগ্নিনির্বাপণের জন্য পানির প্রাপ্যতা নিশ্চিত করতে ঢাকা ওয়াসা, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এসব ফায়ার হাইড্রেন্ট স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

সরকারদলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঢাকা মহানগরীতে বর্তমানে কোনো স্ট্রিট ফায়ার হাইড্রেন্ট পয়েন্ট নেই। তবে ঢাকা মহানগরীতে বেসরকারি পর্যায়ে বহুতল ভবনে ও কিছু কিছু প্রতিষ্ঠানে নিজস্ব ফায়ার হাইড্রেন্ট পয়েন্ট আছে।’

রাজধানীতে এক কিলোমিটার পরপর অগ্নিনির্বাপণ সহায়ক স্ট্রিট হাইড্রেন্ট পয়েন্ট স্থাপনের পরিকল্পনা সরকারের আছে বলে জানান আসাদুজ্জামান খান। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি সংশ্লিষ্টতা নেই বলেও উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অগ্নিনির্বাপণের ক্ষেত্রে পানির প্রাপ্যতা নিশ্চিত করতে ঢাকা ওয়াসা, ঢাকা (উত্তর) ও ঢাকা (দক্ষিণ) সিটি করপোরেশনকে স্ট্রিট ফায়ার হাইড্রেন্ট স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ৬ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগকে ঢাকা মহানগরীতে ফায়ার হাইড্রেন্ট স্থাপনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।’

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অগ্নিদুর্ঘটনার সময় পানির প্রাপ্যতা নিশ্চিত করার জন্য ঢাকা ওয়াসা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মধ্যে ২০২১ সালের ২ ফেব্রুয়ারি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।’

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ