হোম > সারা দেশ > ফরিদপুর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত ফরিদপুরের যুবকের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

নিহত নুর আলম খান। ছবি: আজকের পত্রিকা

সংসারের হাল ধরতে দুই মাস আগে কাজের সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান ফরিদপুরের সালথা উপজেলার নুর আলম খান (৩৬)। দালালের মাধ্যমে গিয়ে সেখানে কাজ না পেয়ে বিভিন্ন স্থানে কাজের সন্ধান করেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, গত ২০ জানুয়ারি কাজের সন্ধানে বেরিয়ে রিয়াদে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। এরপর রিয়াদ ক্যান্টনমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত মঙ্গলবার নুরআলম মারা যান।

আজ বৃহস্পতিবার বিকেলে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন নিহত নুর আলমের স্বজন মাহফুজ খান। এর আগে গতকাল বুধবার বিকেলে মারা যাওয়ার খবর জানতে পারেন পরিবারের সদস্যরা।

নিহত নুর আলম উপজেলার আটঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের উমর খানের ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এ ছাড়া বর্তমানে তাঁর স্ত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, ধারদেনা করে দুই মাস আগে সৌদি আরবে যান নুর আলম। এরপর সেখানে কাজ না পেয়ে বিভিন্ন স্থানে কাজ খুঁজতে থাকেন। গত ২০ জানুয়ারি কাজের সন্ধানে বেরিয়ে সৌদি আরবের রিয়াদে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন।

পরে তাঁকে রিয়াদ ক্যান্টনমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। জীবন বাঁচাতে তাঁর দুটি পা কেটে ফেলেন চিকিৎসকেরা। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় কিছুটা সুস্থ হয়ে ওঠেন। তবে তাঁর নিকটাত্মীয় (ভাইরা-ভাই) উপজেলা যুবদলের সদস্য মাহফুজ খান দাবি করে জানান, দুটি পা কেটে ফেলা হয়েছে—এমন দৃশ্য দেখে স্ট্রোক করে তিনি মারা যান।

মাহফুজ খান আজকের পত্রিকাকে বলেন, ‘নুর আলম মঙ্গলবার মারা গেলেও গতকাল বুধবার বিকেলে সেখান থেকে আমাদের এলাকার একজন ফোন করে জানান। তাঁর এমন মর্মান্তিক মৃত্যুর খবর কেউ মেনে নিতে পারছেন না। পরিবারের সদস্যরা শোকে কাতর হয়ে পড়েছেন। লাশ দেশে আনার জন্য চেষ্টা চলছে।’

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার