হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ভাটারার প্রগতি সরণি এলাকায় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের বাসচাপায় নর্দান ইউনিভার্সিটির এক ছাত্রী নিহত হয়েছেন। আজ রোববার বেলা পৌনে ১টার দিকে যমুনা ফিউচার পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম নাদিয়া (২৪)। তিনি বিশ্ববিদ্যালয়টির ৪২তম ব্যাচের ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম আসাদুজ্জামান জানান, নাদিয়া তাঁর বন্ধুর মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন। এ সময় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ওসি বলেন, ‘নাদিয়ার বন্ধু মোটরসাইকেলচালক অক্ষত আছেন। তাঁকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনার পরপরই বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।’

নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

প্রত্যক্ষদর্শী সারোয়ার নামে এক পথচারী বলেন, ‘বাসটি প্রথমে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে মেয়েটি ছিটকে পড়ে যায়। এ সময় বাসচালক তাঁর গায়ের ওপর দিয়ে বাসটি চালিয়ে দেন। চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’ 

হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা