হোম > অপরাধ > ঢাকা

ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উত্তরার ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার আরও দুজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এই রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন আকাশ আহম্মদ বাবুল ও মো. মিলন মিয়া। গত সোমবার তাঁদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

আজ বিকেলে আসামিদের আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক সাজু মিয়া প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত রোববার এই মামলায় গ্রেপ্তার আটজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। গতকাল মঙ্গলবার আরেকজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

আজ রিমান্ড আবেদনে বলা হয় ছিনতাই হওয়া আরও টাকা উদ্ধার এবং এই ঘটনার পেছনে আর কারা জড়িত তা উদ্‌ঘাটনের জন্য তাঁদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আসামি আকাশ ও মিলন ছিনতাই ঘটনার মূল পরিকল্পনাকারী।

গত ৯ মার্চ সকালে রাজধানীর উত্তরার তুরাগ থানাধীন দিয়াবাড়ি ১১ নম্বর সড়কে ডাচ বাংলা ব্যাংকের টাকা বহনকারী মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে ৯ মার্চ দিবাগত রাতে মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে তুরাগ থানায় মামলা দায়ের করেন।

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত

ওসমান হাদি হত্যার প্রতিবাদে ফরিদপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান

আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি

প্রথম আলো কার্যালয়ে পুলিশের ব্যারিকেড, সিআইডির নমুনা সংগ্রহ

হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে ছাত্র-জনতার অবস্থান বাড়ছে

ধানমন্ডির ছায়ানট ভবনে অগ্নিসংযোগ, নিরাপত্তা জোরদার