হোম > সারা দেশ > গাজীপুর

 চাকরির প্রলোভন দেখিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

চাকরির প্রলোভন দেখিয়ে গাজীপুরের টঙ্গীতে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ৩১ জানুয়ারি টঙ্গীর বিসিক এলাকায় এ ঘটনা ঘটলে নির্যাতিতা ওই নারী আজ বৃহস্পতিবার সকালে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

এ ঘটনায় রাজশাহী জেলার বাগা থানার কিশোরপুর গ্রামের খোকনের ছেলে মামুন (২৩) হাসান (২৩), হক মৃধা (৩০), কবিরকে (৩১) অভিযুক্ত করা হয়েছে। 

পুলিশ ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 

পুলিশ জানায়, নির্যাতিতা ওই নারীর সঙ্গে পূর্বপরিচিত ছিল অভিযুক্ত মামুন। ওই নারী মামুনের কাছে একটি পোশাক কারখানায় চাকরি দিয়ে দিতে বলে। চাকরি দেওয়ার কথা বলে ফোন করে রাজশাহী জেলার নিজ বাড়ি থেকে ওই নারীকে টঙ্গীতে আসতে বলেন মামুন। পরে ৩১ জানুয়ারি রাত সাড়ে নয়টার দিকে ওই নারী টঙ্গীতে আসে। পরে তাঁকে একটি কারাখানায় নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ঘটনাটি ধামাচাপা দিতে ওই নারী রাজশাহীতে পাঠিয়ে দেয় অভিযুক্তরা। ঘটনার প্রায় দুই মাস পরে আজ বৃহস্পতিবার সকালে ওই নারী টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেন।

নির্যাতিতা ওই নারী বলেন, বিষয়টি কাউকে না জানাতে মামুন আমাকে ভয়ভীতি দেখিয়ে আসছিল। আজ মামলা করেছি। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাবেদ মাসুদ বলেন, মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ