নরসিংদীতে ডাকাতি, অস্ত্র ও মাদকসহ ২৭ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়ার পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
এর আগে গতকাল শুক্রবার গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন বাগেরবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আপেল মাহমুদ (৪১) নরসিংদী সদর থানার ঘোড়াদিয়া (পুরানপাড়া) এলাকার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আপেল মাহমুদের বিরুদ্ধে গাজীপুরের কালীগঞ্জ, নরসিংদীর সদর মডেল থানা, মাধবদী, পলাশ, বেলাব ও রায়পুরা থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও মাদকসহ মোট ২৭টি মামলা রয়েছে এবং সদর থানায় ১৬টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পলাতক এই আসামিকে গ্রেপ্তারে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাঁর অবস্থান নির্ণয় করে পুলিশ। পরে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন বাগেরবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আপেলের বিরুদ্ধে ২৭টি মামলার মধ্যে সাতটি ডাকাতি মামলা, ১১টি ডাকাতির প্রস্তুতি মামলা, ছয়টি অস্ত্র মামলা, একটি বিস্ফোরক মামলা ও দুটি মাদক মামলা আছে। তাঁর সহযোগীরাও ডাকাতি, অস্ত্রবাজি, মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তাঁদের ধরতেও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারের পর আপেল মাহমুদকে আদালতে পাঠানো হয়েছে।