হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে ২৭ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে ডাকাতি, অস্ত্র ও মাদকসহ ২৭ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়ার পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। 

এর আগে গতকাল শুক্রবার গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন বাগেরবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আপেল মাহমুদ (৪১) নরসিংদী সদর থানার ঘোড়াদিয়া (পুরানপাড়া) এলাকার বাসিন্দা। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আপেল মাহমুদের বিরুদ্ধে গাজীপুরের কালীগঞ্জ, নরসিংদীর সদর মডেল থানা, মাধবদী, পলাশ, বেলাব ও রায়পুরা থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও মাদকসহ মোট ২৭টি মামলা রয়েছে এবং সদর থানায় ১৬টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পলাতক এই আসামিকে গ্রেপ্তারে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাঁর অবস্থান নির্ণয় করে পুলিশ। পরে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন বাগেরবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আপেলের বিরুদ্ধে ২৭টি মামলার মধ্যে সাতটি ডাকাতি মামলা, ১১টি ডাকাতির প্রস্তুতি মামলা, ছয়টি অস্ত্র মামলা, একটি বিস্ফোরক মামলা ও দুটি মাদক মামলা আছে। তাঁর সহযোগীরাও ডাকাতি, অস্ত্রবাজি, মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তাঁদের ধরতেও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারের পর আপেল মাহমুদকে আদালতে পাঠানো হয়েছে।

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ