মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে ভবেরচর-রসুলপুর সড়কের শ্রীনগর এলাকায় এ ঘটনা ঘটে।
মরদেহ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’
শারীরিক অবস্থা ও পরনের পোশাক দেখে নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা পুলিশের। তবে নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। কোনো গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হতে পারে বলেও জানায় পুলিশ।
কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এ কে এম শামসুল হুদা সড়কের ভবেরচর ইউনিয়নের শ্রীনগর ঢালী বাড়িসংলগ্ন এলাকায় রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।