ঢাকা: সহকারী প্রেস সচিব-২ মু. আশরাফ সিদ্দিকী বিটুকে আরও তিন বছরের জন্য একই পদে রেখে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে আরও তিন বছরের জন্য চুক্তিতে তাকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ২৫ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে এ নির্দেশ কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
২০১৯ সালের ৬ মে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান আশরাফ সিদ্দিকী। আগের শর্তের ধারাবাহিকতা ও একই শর্তে তাকে আবারও ওই পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। আগের নিয়োগের শর্ত অপরিবর্তিত রেখে নতুন করে চুক্তিপত্র করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্বে আছেন ইহসানুল করিম। প্রধানমন্ত্রীর প্রেস অনুবিভাগে কাজ করেন মোট ১০ জন।