হোম > সারা দেশ > মানিকগঞ্জ

পাটুরিয়া-আরিচা ঘাটে কর্মস্থলমুখী মানুষের ভিড়

প্রতিনিধি, শিবালয় (মানিকগঞ্জ)

ঈদ শেষে পাটুরিয়া ও আরিচা ঘাটে ফেরি-লঞ্চযোগে গাদাগাদি করে পার হয়ে কর্মস্থলে ফিরছেন মানুষ। করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় সরকার আগামীকাল শুক্রবার থেকে দেশব্যাপী ২ সপ্তাহ লকডাউন ঘোষণা করেছেন। এ কারণে ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মমুখী মানুষ।

আজ বৃহস্পতিবার বিকেলে শিবালয়ের পাটুরিয়া ও আরিচা ঘাটে এই চিত্র দেখা যায়। এ ছাড়া, পাটুরিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় যাত্রীবাহী শতাধিক কোচ ও অর্ধশত ছোট গাড়ি আটকে থাকতে দেখা গেছে।

ঢাকাগামী এক যাত্রী আবদুল্লাহ রিপু আজকের পত্রিকাকে জানায়, করোনা ও লকডাউনের জন্য আজই কর্মস্থলে ফিরছেন। তিনি পাবনার ঈশ্বরদী থেকে কোন ঝুটঝামেলা ছাড়াই আরিচা পর্যন্ত পৌঁছালে ঘাট থেকে ঢাকায় ফিরতে পরিবহনের জন্য বিড়ম্বনায় পড়েন। ঢাকামুখী সাধারণ যাত্রীর তুলনায় গাড়ির সংখ্যা কম থাকায় তারমতো অনেককেই এ বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। তা ছাড়া ঘাট এলাকায় থেকে যে সকল গাড়িগুলো ঢাকার দিকে ছেড়ে যাচ্ছে তাতে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না। যাত্রী ভাড়াও আদায় হচ্ছে বেশি।

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১২টি ও আরিচা-কাজিরহাট রুটে ৩টি ফেরি চালু রয়েছে। যাত্রীদের ভোগান্তি রোধে অল্প সময়ের মধ্যেই ঘাটে আটকে পড়া যানবাহনগুলো পারাপার করা হচ্ছে।

বিআইডব্লিউটি আরিচা বন্দর ও নৌ কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, কর্তৃপক্ষের সিদ্ধান্তনুযায়ী আরিচা ও দৌলতদিয়া নৌরুটে ৩৩টি লঞ্চ চলাচল করছে। নৌ দুর্ঘটনা এড়াতে অনুমোদনহীন স্পিডবোটসহ ইঞ্জিন চালিত নৌকায় যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন