হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে চলন্ত বাসে আচার খেয়ে অচেতন, হাসপাতালে মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে মারা যান তিনি। এর আগে আজ বেলা ১১টার দিকে যাত্রাবাড়ী এলাকায় এক বাসে আচার খাওয়ার পর অচেতন হয়ে পড়েন তিনি।

মৃত মোখলেসুর রহমানের (৪০) বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার হানদোলা গ্রামে। তাঁর বাবার নাম আব্দুর রহমান।

হাসপাতালে মৃত ব্যক্তির বেয়াই মো. নাজির মোল্লা জানান, এলাকায় তাঁদের নিজেদের কাপড়ের ব্যবসা রয়েছে। বিভিন্ন সময় মোখলেসুর ঢাকায় কাপড় কিনতে এলে তাঁকে সঙ্গে করে নিয়ে আসেন। গতকাল বুধবার রাতে নড়াইল থেকে বাসযোগে আজ সকালে যাত্রাবাড়ী এলাকায় নামেন তাঁরা।

নাজির মোল্লা আরও জানান, আজ সকাল ৯টার দিকে যাত্রাবাড়ী থেকে একটি বাসে ওঠেন নারায়ণগঞ্জ ভুলতা যাওয়ার উদ্দেশে। বাসে পাশাপাশি সিটে বসেছিলেন তাঁরা। বাসটি কিছু দূর যেতেই এক হকার ওঠেন বিভিন্ন প্রকারের আচার নিয়ে। মোখলেসুর ওই হকারের কাছ থেকে বড়ইয়ের আচার কিনে খান। কিছুক্ষণ পর হকার এসে বলেন, একটু পানি খান ভালো লাগবে।

নাজির মোল্লা বলেন, ‘ওই হকার তখন আমাকেও আচার খেতে বলে, কিন্তু আমি খাইতে রাজি না হওয়ায় জোর করে। পরে তাকে ধরতে গেলে দৌড়ে বাস থেকে নেমে যায়। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি অজ্ঞান পার্টির সদস্য ছিল।’

নাজির আরও বলেন, ‘এর কিছুক্ষণ পর মোখলেসুর বলেন—‘‘আমার কেমন জানি লাগতেছে’’। বলেই অচেতন হয়ে পড়েন। গাড়ির লোকজন যাত্রাবাড়ী এলাকাতেই আমাদের বাস থেকে নামিয়ে হাসপাতালে নিতে বলে। তখন বাস থেকে নেমে একটি অ্যাম্বুলেন্স জোগাড় করে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করি। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যায়।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ