হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ট্রেনের খাবারের কামরায় যাত্রী তোলায় হামলা-ভাঙচুর, আটক ৬

কিশোরগঞ্জ প্রতিনিধি ও ভৈরব সংবাদদাতা

কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে যাত্রাবিরতির সময় আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এ সময় একটি বগির বেশ কিছু জানালার কাচ ভাঙচুর করা হয়। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভৈরব স্টেশনে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, কালনী এক্সপ্রেস ট্রেনটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। কুলাউড়া স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের খাবারের কামরায় দুজন যাত্রীকে আসন দেওয়া নিয়ে স্টাফদের সঙ্গে যাত্রীদের বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে বেলা সাড়ে ১১টার ট্রেনটি ভৈরব স্টেশনে যাত্রাবিরতির সময় কয়েক যুবক ট্রেনের একটি বগির বেশ কিছু জানালার কাচ ভাঙচুর করেন। এ সময় সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্ল্যাটফর্মে দায়িত্ব থাকা পুলিশ সদস্যরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ছয়জনকে আটক করে থানায় নিয়ে যান। পরে কালনী ট্রেনটি কিছুটা বিলম্বে বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে ভৈরব স্টেশন ছেড়ে যায়।

ভৈরব বাজার রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার মো. ইউসুফ বলেন, ‘কালনী ট্রেনটি যাত্রাবিরতির সময় স্টেশনের বাইরে ছিলাম। স্টাফরা আমাকে ঘটনাটি জানিয়েছেন। তবে অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।’

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহামেদ আজকের পত্রিকাকে বলেন, ভৈরব স্টেশনে থামার পর কালনী এক্সপ্রেস ট্রেনের বগিতে হামলার ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। যারা প্রকৃতপক্ষে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তবে এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস