হোম > সারা দেশ > ঢাকা

অবৈধ সম্পদ অর্জনের মামলায় রিজেন্টের সাহেদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবৈধ সম্পদ অর্জনের মামলায় রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এ মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক ফরিদ আহমেদ তালুকদার সাক্ষ্য দেন। 

সাহেদের পক্ষে তাঁর আইনজীবী মামলার বাদীকে আংশিক জেরা করেন। একই সঙ্গে বাকি জেরার জন্য সময় চান। পরে বিচারক নজরুল ইসলাম সময় মঞ্জুর করে ২৭ জুন নতুন তারিখ ধার্য করেন। 

গত ১৭ এপ্রিল এই মামলায় সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। 

ঘটনার বিবরণে জানা যায়, বিভিন্ন প্রতারণার অভিযোগে সাহেদ গ্রেপ্তার হওয়ার পর ওই সব মামলা তদন্ত করতে গিয়ে অর্থ পাচারের বিভিন্ন অভিযোগ পাওয়া যায়। অর্থ পাচার মামলা তদন্ত করতে গিয়ে সাহেদের অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়। 

পরে দুদক অনুসন্ধান করে সাহেদের মালিকানাধীন রিজেন্ট ডিসকভারি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যাংক হিসাবে ১ কোটি ৬৯ লাখ ১৭ হাজার ৫১৩ টাকা পায়। এটি আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ এবং অবৈধভাবে অর্জিত টাকা। 

এ ঘটনায় দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ তালুকদার বাদী হয়ে দুদকের সমন্বিত কার্যালয় ঢাকা-১-এ মামলা দায়ের করেন। বাদী নিজেই তদন্ত করে গত ২ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করেন। 

হতাশা থেকে আত্মহত্যা করে থাকতে পারেন রুমী, ধারণা স্বজনদের

সিরাজদিখানে সরকারি খালের অবৈধ স্থাপনা অপসারণ

রাজধানীতে হোস্টেল থেকে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাদিকে গুলি: ‎২৪ ঘণ্টায় বিদেশি অস্ত্রসহ ৩৩ জন গ্রেপ্তার

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি করলেন চালক

বাসের ধাক্কায় লোহার গেট ভেঙে সিকিউরিটি গার্ড নিহত, রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে ডিপো ইনচার্জ গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ডিশ-ইন্টারনেটের ব্যবসা দখল করতে যুবলীগ নেতাকে খুন—দাবি পরিবারের

হাদিকে গুলি: মূল আসামি ফয়সালকে মাইক্রোবাসে পালাতে সহায়তাকারী নুরুজ্জামান ৩ দিনের রিমান্ডে

নিরাপত্তা জোরদারে চেকপোস্ট বাড়াল ডিএমপি