হোম > সারা দেশ > ঢাকা

কোনো দিন চিন্তাও করিনি মন্ত্রী হব: ডা. সামন্ত লাল

টেকনোক্র্যাট মন্ত্রী হয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। 

নতুন মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে ডাক পেয়েছে এক প্রতিক্রিয়ায় আজ বৃহস্পতিবার বিকেলে ডা. সামন্ত লাল সেন আজকের পত্রিকাকে বলেন, ‘ফোন পেয়ে আমি খুবই বিস্মিত। আমি কোনো দিন চিন্তাও করিনি মন্ত্রী হবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মন্ত্রীর দায়িত্ব দিচ্ছেন। আমি তার প্রতি কৃতজ্ঞ, তাকে ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা।’

সামন্ত লাল বলেন, মন্ত্রী হওয়ার পর বার্নের কী হবে সেটাও আমার চিন্তা। বার্ন ইউনিট থেকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের দায়িত্ব নিয়েছি। দেশের অন্য মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বার্ন ইউনিট ও আরও ইনস্টিটিউট স্থাপণের কাজ চলছে। সেগুলো সম্পন্ন করতে হবে।

মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর কি পরিকল্পনা আছে জানতে চাইলে ডা. সামন্ত লাল সেন বলেন, দায়িত্ব গ্রহণের পরে বলতে পারবো কোথায় কী করতে হবে। তবে চেষ্টা করবো তৃণমূল পর্যায়ে কাজ করতে। আমি চেষ্টা করবো সেগুলো মানুষের সমস্যা নিয়ে কাজ করে একটা ভালো পরিবেশ তৈরি করার।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা