গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেল স্টেশনে প্রবেশের সময় আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে করে ঢাকার সাথে উত্তরাঞ্চলের (ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ) একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও অপর একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, আজ বুধবার সাড়ে বারোটার দিকে ঢাকা থেকে জয়দেবপুরগামী জয়দেবপুর কমিউটার -৩ ট্রেনটি স্টেশনে ঢোকার আগ মুহূর্তে এর ইঞ্জিন (লোকোমোটিভ ৬৫১৩) লাইনচ্যুত হয়। এতে করে ঢাকা-জয়দেবপুর ডুয়েল গেজ ডাবল লাইনের ময়মনসিংহগামী একটি লাইন বন্ধ হয়ে যায়। কিন্তু ঢাকাগামী অপর একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
তিনি আরো জানান, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধারের পর বন্ধ হয়ে যাওয়া লাইনেও ট্রেন চলাচল শুরু হবে।