হোম > সারা দেশ > ঢাকা

দক্ষিণখানে বৃষ্টি ছাড়াই হাঁটুপানি, নিষ্কাশনের কাজ শুরু করল ডিএনসিসি

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

গত ৫ এপ্রিল (মঙ্গলবার) দৈনিক আজকের পত্রিকায় ‘বৃষ্টি ছাড়াই হাঁটুপানি রাস্তায়’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর দক্ষিণখানের পানি নিষ্কাশনের কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল বৃহস্পতিবার এবং আজ শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পানি নিষ্কাশনের কাজ হয়েছে।

ডিএনসিসির অঞ্চল-৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন আজকের পত্রিকাকে বলেন, ‘দক্ষিণখান চালাবন এলাকার পানি নিষ্কাশন কাজ চলছে। দু-এক দিনের মধ্যে বাকি কাজ শেষ হয়ে যাবে।’ 

পানি নিষ্কাশনের পরিদর্শনের কাজে থাকা ডিএনসিসির অঞ্চল-৭ এর পরিদর্শক (বর্জ্য) সুমন বলেন, ‘আমরা কয়েক দিন ধরেই ওই এলাকাতে কাজ করছি। কাজ করতে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিভিন্ন প্লট মালিকেরা বাধা দিচ্ছেন। যার কারণে আমাদের কাজের বিঘ্ন ঘটছে। যার কারণে আমাদের কাজ সঠিকভাবে করা সম্ভব হচ্ছে না।’ 

সুমন বলেন, ‘এরই মধ্যে চালাবন এলাকার পানি অনেকটাই নেমে গেছে। আরেকটু কাজ করতে পারলেই বাকি পানি নেমে যাবে।’ 

শাহ কবীর মাজার রোডের পথচারীরা বলেন, ‘পানি অনেকটাই নেমে গেছে। বাকি পানি নেমে গেলে চলাচলে আর সমস্যা হবে না।’ 

চালাবনের বায়তুল মাহফুজ জামে মসজিদের মুসল্লিরা বলেন, ‘পানির জন্য মসজিদে গিয়ে নামাজ আদায় করতে সমস্যা হতো। কারণ ম্যানহোলের নোংরা পানিতে শরীর ও জামাকাপড় নাপাক হয়ে যেত। কাজ শুরু হয়েছে, শেষ হয়ে গেলেই আর এ সমস্যা থাকবে না।’

উল্লেখ্য, ‘বৃষ্টি ছাড়াই হাঁটুপানি রাস্তায়’ শিরোনামে গত ৫ এপ্রিল (মঙ্গলবার) দৈনিক আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। এতে ডিএনসিসির ৪৭ নং ওয়ার্ডের আজমপুর টু উত্তরখানের শাহ কবীর মাজার রোডের দক্ষিণখানের চালাবন এলাকার জনদুর্ভোগের কথা তুলে ধরা হয়। 

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ