হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর কামরাঙ্গীর চর থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি

রাজধানীর কামরাঙ্গীর চরের একটি বাসা থেকে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১১টার দিকে কামরাঙ্গীর চর পশ্চিম রসুলপুর হানিফ দেওয়ানের চারতলা বাসা থেকে ওই পরীক্ষার্থীর মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। 

মৃত শিক্ষার্থীর মামা আব্দুর রহমান বলেন, ‘সে কামরাঙ্গীর চরে ক্যামব্রিজ স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে খুব জেদি প্রকৃতির ছিল। গতকাল রাতে তার মা-বাবা পড়াশোনার বিষয় নিয়ে বকাঝকা করে। এ সময় সে অভিমান করে ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে অনেকক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখা যায় ফ্যানের সঙ্গে গলায় শাড়ি দিয়ে ঝুলে আছে সে। নিজেরাই নামিয়ে মৃত অবস্থায় পাই। পরে থানা-পুলিশকে খবর দেওয়া হয়। দুই বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল বড়।’ 

কামরাঙ্গীর চর থানার উপপরিদর্শক (এসআই) শিহাবুল ইসলাম বলেন, ‘গত রাতে খবর পেয়ে কামরাঙ্গীর চরের বাসা থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে শায়িত অবস্থায় পাই তাকে। স্বজনদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে জেদি প্রকৃতির ছিল। পড়াশোনার বিষয় নিয়ে গতরাতে বাবা-মা বকাঝকা করে। অভিমানে ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে শাড়ি দিয়ে গলায় ফাঁস দেয় সে।’ 

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ

সাংবাদিক আনিস আলমগীরকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ