গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর একটার দিকে বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ওই যুবকের নাম আতিক (২১)। সে টঙ্গীর মদিনা পাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে। মৃত ওই যুবকের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে রেললাইন দিয়ে হাঁটছিলেন আতিক। সে সময় মুঠোফোনে কথা বলছিলেন তিনি। এরই একপর্যায়ে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস নামক একটি ট্রেন পেছনে দিক থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশে খবর দোয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ খান বলেন, পরিবারের সদস্যদের লিখিত আবেদনের প্রেক্ষিতে মরদেহটি ময়নাতদন্ত না করে হস্তান্তর করা হয়েছে।