হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে আরও ৮ হাসপাতাল বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বিতীয় দফায় চলা অভিযানের প্রথম দিনে আজ রাজধানীতে আটটি অনিবন্ধিত হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলমান রয়েছে।

বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলো হলো—খিলগাঁও জেনারেল হাসপাতাল, খিদমাহ লাইফ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সেন্ট্রাল বাসাবো জেনারেল হাসপাতাল, মাতুয়াইলের কনক জেনারেল হাসপাতাল, বকশিবাজারের সালমান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, চানখারপুল জেনারেল হাসপাতাল, বনানীর হেয়ার ট্রান্সপ্লান্ট কসমেটিক সার্জারি কনসালটেন্সী অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং বনানীর ঢাকা পেইন অ্যান্ড স্পাইন সেন্টার।

আজ সোমবার ঢাকায় দুপুর ১২টা থেকে অভিযান শুরু হয়। বিকেল সাড়ে তিনটা পর্যন্ত এই আট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীরের নেতৃত্বে সহকারী পরিচালক মাহমুদুর রহমান হাসপাতাল এবং ক্লিনিক শাখার সহকারী পরিচালক ডা. শেখ দাউদ আদনান সঙ্গে রয়েছেন। 

দুপুর ১টার দিকে মাহমুদুর রহমান অভিযান চালিয়ে নিবন্ধন না থাকায় খিলগাঁও রেলগেট এলাকায় খিলগাঁও জেনারেল হাসপাতাল বন্ধ করে দেন। তবে এ সময় হাসপাতালটিতে ৪ জন রোগী ভর্তি থাকায় বন্ধ করার জন্য ২৪ ঘণ্টা সময় দিয়েছে অধিদপ্তর।

এর আগে গত ২৬ মে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়ে দুদিন অভিযানে নামে স্বাস্থ্য অধিদপ্তর। যেখানে এক হাজার ৬৪১টি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে নিবন্ধনের আওতায় আসতে তিন মাস সময় দেয় সরকার।

তবে তাতে কর্ণপাত করেনি সাড়ে চার হাজার প্রতিষ্ঠান। এর মধ্যে অনেকের আবেদন করলেও শর্তপূরণ করছে না প্রতিষ্ঠানগুলো। এমতাবস্থায় নিবন্ধনের বাইরে কোনো প্রতিষ্ঠান যাতে সেবা দিতে না পারে সে জন্য দ্বিতীয় দফায় আজ থেকে ফের অভিযানে নেমেছে স্বাস্থ্য অধিদপ্তর।  

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ