ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হলেন মো. শহিদুল্লাহ। তিনি পুলিশের সিটি-কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার ছিলেন।
আজ শনিবার ডিএমপি মিডিয়া বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। গত বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই পদায়ন করা হয়।
আদেশে বলা হয়, পুলিশের সিটি-কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শহিদুল্লাহকে ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়। এর আগে শহিদুল্লাহ ডিএমপির তেজগাঁও বিভাগে এবং উত্তরা বিভাগে উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২৪ তম বিসিএস (পুলিশ) ব্যাচে পুলিশ বাহিনীতে যোগ দেন মো. শহিদুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ পড়ালেখা করেছেন তিনি।