সিদ্ধিরগঞ্জ সানারপাড় ও সাইনবোর্ডের মাঝামাঝি স্থানে গুলিতে নাঈম হাসান (২৫) নামের এক যুবক আহত হয়েছেন। শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে। তবে কে বা কারা তাঁকে গুলি করেছে তা এখনও জানা যায়নি। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত নাঈম জানায়, তাঁর বাসা পশ্চিম সানারপাড় এলাকায়। মতিঝিল লংকা বাংলা সিকিউরিটজ কোম্পানীতে চাকরী করেন। সাইনবোর্ড থেকে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে সাইনবোর্ড ও সানাড়পারের মাঝামাঝি তেল পাম্পের কাছে আসলে হঠাৎ একটি গুলি লাগে তাঁর বাম পায়ের উরুতে লাগে। তবে কোন জায়গা থেকে অথবা কে বা কারা গুলি করেছে তা বলতে পারছি না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, আহত নাঈমের বাম পায়ের উরুতে গুলি লেগেছে। গুলিটা ভিতরেই রয়ে গেছে। জরুরী বিভাগে তাঁর চিকিৎসা চলছে। এরই মধ্যে বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানায় জানানো হয়েছে।