রাজধানীর মাতুয়াইলে একটি কারখানার বাউন্ডারি দেয়াল ভেঙে পড়ে শাহাদত হোসেন (১৭) নামে এক কিশোর মারা গেছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে মাতুয়াইল দক্ষিণপাড়া পুরান মসজিদের পাশে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত ১১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত শাহাদাতের বড় ভাই মো. রিপন জানান, রাতে তাঁরা মাতুয়াইল পুরান মসজিদের পাশে একটি পিকআপে কার্টন বোঝাই করছিলেন। তাঁর ভাই শাহাদাত সাহায্য করছিল। এ সময় হঠাৎ বাউন্ডারি দেয়াল ভেঙে শাহাদতের ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে পিকাপে করে দ্রুত হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাদের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। বাবার নাম সানাউল্লাহ। বর্তমানে তার পরিবার গোপীবাগের দ্বিতীয় গলিতে থাকে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মাতুয়াইলে বাউন্ডারি দেয়াল ভেঙে আহত হয় ওই কিশোর। পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছ।