হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ট্রাকচাপায় বিজিবি সদস্য নিহত, আহত ৭

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর রাজেন্দ্রপুর এলাকায় ট্রাকচাপায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাত বিজিবি সদস্য। আজ বৃহস্পতিবার সকালে রাজেন্দ্রপুর-বিকেবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিজিবি সদস্যের নাম নায়েক সাইদুল ইসলাম (৩৮)। তিনি রাজেন্দ্রপুর ৬৩ বিজিবি ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি সাতক্ষীরা জেলার তালা থানার শাহজাদপুর গ্রামের দেলোয়ার ফকিরের ছেলে।

এদিকে আহত সাতজনের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—নায়েক মো. জহির, নায়েক শেখ রিয়াজুল, ল্যান্স নায়েক মোহাম্মদ আকাশ, ল্যান্স নায়েক ফয়সাল, ল্যান্স নায়েক মেহেদী, সিপাহী সংগ্রাম।

এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম।

ওসি জিয়াউল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে রাজেন্দ্রপুর-বিকেবাড়ী সড়কে সকালে একদল বিজিবি সদস্য নিয়মিত ফিজিক্যাল ট্রেনিংয়ে (পিটি) অংশ নিয়েছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি ট্রাক ওই পিটিতে অংশগ্রহণকারীদের একাংশকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নায়েক সাইদুল ইসলাম নিহত হন এবং অপর সাতজন বিজিবি সদস্য আহত হন।

ওসি আরও জানান, ঘটনার পরপর হতাহতদের উদ্ধার করে রাজেন্দ্রপুর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে নিয়ে যাওয়া হয় সেখানে আহতদের চিকিৎসা চলছে। এ ঘটনায় জড়িত চালক মোহাম্মদ ইয়াসিন (৩০) ও তাঁর সহকারী আলীকে ট্রাকসহ আটক করা হয়েছে। আটক চালক নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার নোয়াপাড়া গ্রামের আহমেদ আলী ছেলে।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক ৬৩ বিজিবির একজন কর্মকর্তা বলেন, আহত সাতজনের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বিজিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি দুজন রাজেন্দ্রপুর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ