হোম > সারা দেশ > কুমিল্লা

আগামীকাল সোমবার শেষ হচ্ছে কুসিক মেয়রের দায়িত্ব

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র মনিরুল হক সাক্কুর মেয়াদ আগামীকাল সোমবার শেষ হবে। আগামী মঙ্গলবার থেকে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতার দায়িত্ব পালন করবেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. সফিকুল ইসলাম। 

জানা গেছে, আগামী মঙ্গলবার কুমিল্লা সিটি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন। মনোনয়নপত্র বাছাই আগামী বুধবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন। নির্বাচন ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হবে। বর্তমানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছে ১ লাখ ১৭ হাজার ৯২ জন। পুরুষ ভোটার রয়েছে ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। 

নির্দেশনা থেকে জানা যায়, স্থানীয় সরকার আইন-২০০৯ এর ৬ ধারা অনুযায়ী আগামীকাল সোমবার কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রের মেয়াদ শেষ হবে। এরই মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তাই আগামী মঙ্গলবার থেকে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সিটি করপোরেশনের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতার দায়িত্ব পালন করবেন।

কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন

আজ রোববার ড. সফিকুল ইসলাম অফিস আদেশ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বুধবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শামছুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মানে আমাকে দায়িত্ব গ্রহণের জন্য অফিস আদেশ দেওয়া হয়। আমি নির্দেশনা পেয়েছি। মেয়র পদ ছেড়ে দেওয়ার পরই এ নির্দেশনা কার্যকর হবে। 

কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

থানা কমপ্লেক্সের ভেতরে গরু চরাতে নিষেধ করায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার