কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্র ইউসা আবদুল্লাহর (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৭ ঘণ্টা পর আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মরদেহ সমুদ্র তীরে ভেসে আসে।
কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, উখিয়া উপজেলার সোনারপাড়ার উপকূলে মরদেহ ভেসে এসেছে। মরদেহ ময়নাতদন্ত ছাড়া নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বেলা ১১টার দিকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে গোসলে নেমে ইনানী সি পার্ল সৈকত এলাকায় আবদুল্লাহ নিখোঁজ হয়। আবদুল্লাহ বাংলাদেশ সেনা বাহিনীতে কর্মরত চিকিৎসক কর্নেল শহিদুল হাসানের ছেলে এবং ঢাকার মহাখালী ডিওএইচএসের বাসিন্দা। সে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।