হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ আরসার ৬ সদস্য গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার রাত ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার র‍্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী। 

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনার ১৮ নম্বর ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও র‍্যাবের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ আরব (২৪), মোহাম্মদ নূরু (৩১), মোহাম্মদ ইউনুছ (৩৩), হারুন (২৮), হাফিজুল আমিন (২৫) ও মো. মীর কাশিম ওরফে হামিদ হোসেন (২২)। তাঁরা সবাই ১৮ নম্বর ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা। 

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ছালাম চৌধুরী বলেন, ময়নারঘোনা ১৮ নম্বর ক্যাম্পের ব্লক-ই এলাকায় আরসার সশস্ত্র সদস্যরা অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। র‍্যাব ও এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসার সক্রিয় ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দেশে তৈরি একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

জিজ্ঞাসাবাদে তাঁরা আরসার সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

চকরিয়ায় যুবকের লাশ মিলল বিলে, হত্যার অভিযোগ পরিবারের

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে টেকনাফে ১৭ জনকে উদ্ধার

চকরিয়ায় ডিম বিক্রেতার পাথর নিক্ষেপে ভাঙল ট্রেনের কাচ

পর্যটকের বাড়তি চাপে ঠাঁই নেই হোটেল-মোটেলে

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৯ শতাংশ নারী ধর্ষণের শিকার: বিএনপিএস

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি