চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বঙ্গোপসাগর উপকূলে ভাসমান অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১টার দিকে রায়পুর ইউনিয়নের খোর্দ্দ গহিরা ছিপাতলী ঘাট এলাকায় লাশটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ সময় লাশের শরীরে কোনো কাপড় দেখা যায়নি।
গহিরা বার আউলিয়া নৌপুলিশের ইনচার্জ টিটু দত্ত জানান, দুপুরে স্থানীয়দের খবরে পুলিশ লাশটি উদ্ধার করে। এখনো পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে লাশটি একটি মুসলিম পরিবারের। পরিচয় না পেলে আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে বেওয়ারিশ হিসেবে হস্তান্তর করা হবে।