হোম > সারা দেশ > চট্টগ্রাম

নির্বাচনী ডামাডোলে ব্যস্ত ছাপাখানাও

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা প্রতীক বরাদ্দ পাওয়ার পরই নেমেছেন প্রচারণায়। রাতারাতি গণসংযোগ, মাইকিংয়ের পাশাপাশি প্রার্থীদের পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে নগরী। নির্বাচনীর এমন ডামাডোলে নগরের প্রেস পাড়ায়ও বেড়েছে ব্যস্ততা। সংশ্লিষ্টরা বলছেন, এবার নির্বাচন উপলক্ষে ছাপাখানাগুলোতে প্রায় ২ কোটি টাকা লেনদেন হতে পারে। 

গত সোমবার চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন। সবগুলো আসন মিলে এবার ভোটের মাঠে ১২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই ওই দিন বিকেল থেকেই বিশেষ করে সরকারি দল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রচারণা নেমেছেন। বিভিন্ন স্থানে মাইকিং, গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে ভোট চাইছেন। রাতেই নগরের একাধিক এলাকায় প্রার্থীদের ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে। প্রার্থীদের আরও হাজার হাজার পোস্টার ছাপানোর ব্যস্ততার সময় পাড় করছে নগরের প্রেস পাড়া খ্যাত আন্দরকিল্লা এলাকা। 

প্রেসের কাজে নিয়োজিতরা বলছেন, সময়মতো গ্রাহকদের অর্ডার বুঝিয়ে দিতে অনেক ছাপাখানায় দুই শিফটে শ্রমিক নিয়োগ করেছে মালিকেরা। তবে আগের মতো আশানুরূপ অর্ডার পাওয়া যাচ্ছে না। 

চট্টগ্রাম প্রেস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও অনি প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল হারুণ বলেন, নির্বাচনকে সামনে রেখে এ সেক্টরে যে পরিমাণ কাজ হওয়ার কথা ছিল সেটা এখন নেই। তবে কিছু প্রেসে ব্যস্ততা আছে। কিন্তু অতীতের মতো নেই। 

ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে ১৬টি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ত্বরিকত ফেডারেশন, জাসদসহ কয়েকটি দল নির্বাচনে অংশ নিচ্ছে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার