হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঋণখেলাপি ব্যবসায়ীর ১৬ বছর কারাদণ্ড, জরিমানা ২০ কোটি টাকা

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ব্যাংক ঋণখেলাপের অভিযোগে শহীদুল করিম চৌধুরী নামের একজন ব্যবসায়ীর ১৬ বছরের কারাদণ্ড ও ২০ কোটি ২ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। নির্ধারিত জরিমানা অনাদায়ে আরও ৪ বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। 

গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এ রায় দেন। এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের পিপি মুজিবুর রহমান। 

দণ্ডাদেশপ্রাপ্ত ব্যবসায়ী চট্টগ্রামে চৌধুরী এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের মালিক। আসামি পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতে এ রায় দেওয়া হয়। 

মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ধারার অভিযোগ প্রমাণ হওয়ায় ১০ বছর কারাদণ্ড, ২০ কোটি টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছর কারাদণ্ড; ৪২০ ধারায় ৩ বছর কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড; ৪৭৭ ধারার অভিযোগে ৩ বছর কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আদালত সূত্র জানা যায়, ১৯৯৪ সালের ২ জুলাই নগরের লালদীঘি পাড় জনতা ব্যাংক শাখা থেকে ১১ কোটি ৮১ লাখ টাকা ঋণ নেন আসামি। ঋণ পরিশোধ না করায় আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়। ২০০৩ সালের ১৫ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর আদালতে ১১ জন সাক্ষ্য দেন। 

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি