হোম > সারা দেশ > কুমিল্লা

নারী ক্ষমতায়নে শেখ হাসিনার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: স্থানীয় সরকার মন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারীদের উন্নয়নের জন্য নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। ফলে নারীরা আজ জেলা প্রশাসক, পুলিশ সুপার কিংবা বিচারপতি থেকে শুরু করে সমাজে সমীহ করা সব পেশায় তাদের পদচারণা ও দক্ষতা নিশ্চিত করেছে। সে জন্য নারী ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’ 

আজ শুক্রবার কুমিল্লার মনোহরগঞ্জে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী উদ্যোক্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘পেশি শক্তির জোরে পুরুষেরা একসময় দুনিয়া শাসন করলেও বর্তমানে মেধা ও বুদ্ধিমত্তার যুগ। আমাদের নারীরা কোনো অংশেই পুরুষদের থেকে পিছিয়ে নয় বরং মানবিক অনেক গুণাবলিতে নারীরা পুরুষদের থেকে অনেক এগিয়ে। সমাজের মূলস্রোতে নারীদের অংশগ্রহণ যত বাড়বে জাতি হিসেবে আমরা তত সামনে এগোতে পারব।’ 

মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, আওয়ামী লীগের সভাপতি মাস্টার আব্দুল কাইয়ুম, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন প্রমুখ। 

নারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় শেষে স্থানীয় সরকার মন্ত্রী মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নব গঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। 

এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘আপনারা সেবা করার সুযোগ দিয়েছেন বলেই আজ আমি সারা দেশের মানুষের মন্ত্রী সেটা আমি কখনো বিস্মৃত হই না।’ তিনি উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটির সদস্যদের সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান। 

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি