হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাবেক এমপির মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবির অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আলীর স্ত্রী আয়েশা ফেরদাউসের ব্যবহৃত নম্বর ক্লোন করে বিভিন্ন জনের কাছ থেকে টাকা দাবির অভিযোগ উঠেছে। প্রতারকচক্র ওই মোবাইলে থাকা নম্বরগুলোতে মেসেজ দিয়ে অনেকের কাছে বিকাশে টাকা দাবি করছেন বলে অভিযোগ করছেন ভুক্তভোগী সাবেক সংসদ সদস্য। 

আজ শনিবার সকাল থেকে এ ঘটনা ঘটছে বলে দাবি করেন তিনি। 

সাবেক সাংসদ আয়েশা ফেরদাউস আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ১০টা থেকে আমার পরিচিত লোকজন আমাকে জানাচ্ছে যে, আমার ব্যবহৃত নম্বর দুটির হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ দিয়ে তাদের কাছে বিভিন্ন পরিমাণ টাকা দাবি করা হচ্ছে। বিভিন্ন সমস্যা এবং জরুরি প্রয়োজন দেখিয়ে প্রতারকেরা বিকাশে টাকা পাঠানোর জন্য বলছে। আমার নম্বরটি ক্লোন হয়েছে নিশ্চিত হওয়ার পর, এ বিষয়ে হাতিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’ 

প্রতারকদের এমন বিভ্রান্তকর মেসেজ ও টাকা চাওয়ার বিষয়ে সবাইকে সাবধান থাকার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে প্রতারকদের চিহ্নিত করতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক এ সংসদ সদস্য। 

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘সাবেক সংসদ সদস্য তার মোবাইল নম্বর ক্লোন হওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা প্রতারক চক্রকে শনাক্তের জন্য কাজ করছি।’

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা