হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাবেক এমপির মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবির অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আলীর স্ত্রী আয়েশা ফেরদাউসের ব্যবহৃত নম্বর ক্লোন করে বিভিন্ন জনের কাছ থেকে টাকা দাবির অভিযোগ উঠেছে। প্রতারকচক্র ওই মোবাইলে থাকা নম্বরগুলোতে মেসেজ দিয়ে অনেকের কাছে বিকাশে টাকা দাবি করছেন বলে অভিযোগ করছেন ভুক্তভোগী সাবেক সংসদ সদস্য। 

আজ শনিবার সকাল থেকে এ ঘটনা ঘটছে বলে দাবি করেন তিনি। 

সাবেক সাংসদ আয়েশা ফেরদাউস আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ১০টা থেকে আমার পরিচিত লোকজন আমাকে জানাচ্ছে যে, আমার ব্যবহৃত নম্বর দুটির হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ দিয়ে তাদের কাছে বিভিন্ন পরিমাণ টাকা দাবি করা হচ্ছে। বিভিন্ন সমস্যা এবং জরুরি প্রয়োজন দেখিয়ে প্রতারকেরা বিকাশে টাকা পাঠানোর জন্য বলছে। আমার নম্বরটি ক্লোন হয়েছে নিশ্চিত হওয়ার পর, এ বিষয়ে হাতিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’ 

প্রতারকদের এমন বিভ্রান্তকর মেসেজ ও টাকা চাওয়ার বিষয়ে সবাইকে সাবধান থাকার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে প্রতারকদের চিহ্নিত করতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক এ সংসদ সদস্য। 

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘সাবেক সংসদ সদস্য তার মোবাইল নম্বর ক্লোন হওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা প্রতারক চক্রকে শনাক্তের জন্য কাজ করছি।’

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা