মো. সাইফুদ্দিন প্রকাশ ইমরান হত্যা মামলায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড ও ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মারা যাওয়ার কারণে এক আসামিকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়। মীরসরাই থানায় দায়ের করা মামলার রায়ে আজ বৃহস্পতিবার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ড. আবুল হাসনাতের আদালত এই রায় দেন। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সাইফুল আলম, সাহাবুদ্দিন ও আমীর হামজা। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, কবীর আহমদ, দিদারুল আলম প্রকাশ মিলন, আবু আবদুল্লাহ প্রকাশ কিরণ, সিদ্দিক আহমদ, রুহুল আমীন, হুমায়ন কবীর, আরিফ হোসেন, আনোয়ারুল আজিম ও জয়নাল আবেদীন।
রায়ের বিষয়ে আদালতের পাবলিক প্রসিকিউটর শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, দণ্ডিতদের মধ্যে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত কবির আহাম্মদ এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হুমায়ন কবির রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার থেকে প্রাপ্ত তথ্যমতে, মীরসরাই থানার সাহেরখালি ভোরের বাজার এলাকায় মো. সাইফুদ্দিন প্রকাশ ইমরানের ওপর ধারালো অস্ত্র নিয়ে ১৯৯৩ সালের ১৮ জুন আসামিরা হামলা চালায়। সাইফুদ্দিনের সঙ্গী নাজিম উদ্দিন ও আলাউদ্দিনকে রক্ষা করতে আসলে তাদের ওপরও আসামিরা কিরিচ, লোহার রডসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে এলোপাতাড়ি আক্রমণ করে। পরে হাসপাতালে সাইফুদ্দিনের মৃত্যু হয়। এ ঘটনায় সাইফুদ্দিনের বাবা ইসমাইল সিদ্দিকী বাদি হয়ে থানায় মামলা করেন বলে জানান ইফতেখার সাইমুল চৌধুরী।