হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ডাকাত ধরতে গিয়ে থানা থেকে লুট হওয়া ১৬টি গুলি উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীতে থানা থেকে লুট হওয়া ১৬টি গুলি উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৫ জানুয়ারি) রাতে নগরীর ডবলমুরিংয়ের ঝরনাপাড়া ডেবার পাড় এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এসব গুলি উদ্ধার করে।

আজ রোববার (২৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহলাদ ইবনে জামিল।

আহলাদ ইবনে জামিল বলেন, ‘আমরা শাহজালাল নামে এক ডাকাতকে ধরতে অভিযানে গিয়েছিলাম। কিন্তু পুলিশের অভিযানের খবর পেয়ে তিনি পালিয়ে যান। পরে তাঁর আস্তানার মধ্যে থাকা একটি শপিং ব্যাগ থেকে সেভেন পয়েন্ট সিক্স টু চায়না রাইফেলের ১৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় জব্দ করি।’

অভিযানে আরও এক রাউন্ড কার্তুজ, একটি কিরিচ, একটি টিপ ছোরা, একটি ছুরি, একটি চায়নিজ কুড়াল, একটি হাতুড়ি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া গুলিগুলো প্রশাসনিক ব্যবহারের জন্য নির্ধারিত, যা কোনো থানা থেকে লুট করা হয়েছিল।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড মিছিল বের করেন লোকজন। সে সময় দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। পাশাপাশি নগরের থানা থেকে লুট করা হয় অস্ত্র-গুলি।

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি