হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ডাকাত ধরতে গিয়ে থানা থেকে লুট হওয়া ১৬টি গুলি উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীতে থানা থেকে লুট হওয়া ১৬টি গুলি উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৫ জানুয়ারি) রাতে নগরীর ডবলমুরিংয়ের ঝরনাপাড়া ডেবার পাড় এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এসব গুলি উদ্ধার করে।

আজ রোববার (২৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহলাদ ইবনে জামিল।

আহলাদ ইবনে জামিল বলেন, ‘আমরা শাহজালাল নামে এক ডাকাতকে ধরতে অভিযানে গিয়েছিলাম। কিন্তু পুলিশের অভিযানের খবর পেয়ে তিনি পালিয়ে যান। পরে তাঁর আস্তানার মধ্যে থাকা একটি শপিং ব্যাগ থেকে সেভেন পয়েন্ট সিক্স টু চায়না রাইফেলের ১৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় জব্দ করি।’

অভিযানে আরও এক রাউন্ড কার্তুজ, একটি কিরিচ, একটি টিপ ছোরা, একটি ছুরি, একটি চায়নিজ কুড়াল, একটি হাতুড়ি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া গুলিগুলো প্রশাসনিক ব্যবহারের জন্য নির্ধারিত, যা কোনো থানা থেকে লুট করা হয়েছিল।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড মিছিল বের করেন লোকজন। সে সময় দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। পাশাপাশি নগরের থানা থেকে লুট করা হয় অস্ত্র-গুলি।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু