নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৬০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার শতকরা ২০ দশমিক ৯১ শতাংশ। জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ হাজার ৬৪৫ জনে দাঁড়িয়েছে।
আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
ডা. মাসুম ইফতেখার বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার তিনটি ল্যাবে ২৮৭টি নমুনা পরীক্ষা করে ৬০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়াও করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে আইসোলেশনে রয়েছেন ২৪৫০ জন এবং শহীদ ভুলু স্টেডিয়ামের অস্থায়ী করোনা হাসপাতালে ভর্তি আছেন ৫৫ জন রোগী।