হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

বড় মেয়ের সঙ্গে ঝগড়া, বিষপানে নারী ও শিশুর মৃত্যুর অভিযোগ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে তাসলিমা বেগম (৪০) ও মিতু আক্তার (৩) নামে নারী ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠেছে, বড় মেয়ের সঙ্গে কলহের জের ধরে তাসলিমা তাঁর ছোট মেয়ে মিতুকে বিষপান করিয়ে হত্যা করেন এবং এরপর তিনি নিজেও বিষপান করে মারা যান। আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে।

তাসলিমা বেগম চরলক্ষ্মী গ্রামের গিয়াস উদ্দিন মাঝি বাড়ির কৃষক সাহাবুদ্দিন মাঝির স্ত্রী।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বজন জানান, প্রায় তিন বছর আগে চরলক্ষ্মী গ্রামের মাহফুজ আলমের সঙ্গে তাসলিমার বড় মেয়ে সাবিনা আক্তারের বিয়ে হয়। তবে স্বামী ও শ্বশুরবাড়ির সঙ্গে বনিবনা হচ্ছিল না সাবিনার। এর জের ধরে গত এক মাস মা-মেয়ের মধ্যে রাগারাগি চলছিল। আজ সকালেও সাবিনার সঙ্গে ঝগড়া করেন তাসলিমা। একপর্যায়ে বসতঘরের পাশে ধানখেতে গিয়ে তাসলিমা বেগম তাঁর আরেক এক শিশু মিতুর মুখে বিষ ঢেলে নিজেও পান করেন। এ সময় আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলেও তাঁদের বাঁচানো যায়নি।

স্ত্রী ও শিশুসন্তানের মৃত্যুর ঘটনায় সাহাবুদ্দিন মাঝি তাঁর বড় মেয়ে সাবিনার বিচার চেয়েছেন। এ ঘটনায় সাবিনা আক্তার কোনো বক্তব্য দিতে রাজি হননি।

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল মান্নান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘন কুয়াশায় মেঘনায় মধ্যরাতে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪