হোম > সারা দেশ > নোয়াখালী

রাতে আড্ডা দেওয়া চার ছাত্রকে ডেকে নিয়ে পড়তে বসালেন ইউএনও

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

ছাত্রদের পড়াশোনার ছবি উপজেলা প্রশাসনের আইডিতে পোস্ট করেন ইউএনও আলাউদ্দিন। ছবি: সংগৃহীত

নোয়াখালী হাতিয়ায় রাতে আড্ডা দেওয়া অবস্থায় চার ছাত্রকে ধরে নিয়ে পড়তে বসালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলা পরিষদের আবাসিক এলাকার পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ছাত্রদের পড়াশোনার একটি ছবি তুলে উপজেলা প্রশাসনের আইডিতে পোস্ট করেন ইউএনও আলাউদ্দিন। অনেকে এ বিষয়কে সাধুবাদ জানিয়ে কমেন্ট করেন। অনেকে শিক্ষার্থীদের সন্ধ্যার পর বাজে আড্ডা দেওয়া থেকে বিরত থাকতে এই পোস্ট কাজ দেবে বলে উল্লেখ করেন।

ইউএনওর সঙ্গে থাকা কর্মকর্তারা জানান, রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুকুরপাড় দিয়ে হাঁটছিলেন। এ সময় পুকুরের পূর্বপাড়ের সিঁড়িতে চার ছেলেকে বসে আড্ডা দিতে দেখা যায়। সবার বয়স ১৫-১৬ বছর হবে। কাছে গিয়ে দেখা যায়, সবাই মোবাইলে গেমস খেলা নিয়ে ব্যস্ত। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবার পরিচয় ও পড়াশোনার খোঁজখবর নেন। এ সময় ছাত্ররা সবাই উপজেলা সদরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র বলে জানায়। এ ছাড়া তারা কিছুদিন আগে দেওয়া এসএসসি ফলাফলে উত্তীর্ণ হয়েছে বলে জানায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবাইকে তাঁর বাসার সামনে একটি কক্ষে ডেকে নিয়ে বসান। খাতা-কলম দিয়ে তাদেরকে পড়াতে বসান।

এ বিষয়ে ইউএনও বলেন, রাতে চারজনকে আড্ডা দেওয়া অবস্থায় ডেকে নিয়ে পড়তে বসানো হয়েছে। তাদেরকে একটি বিষয় মুখস্থ করে লিখে দিতে বলা হয়েছে। তারা তা করেছে। পরে একজনের অভিভাবক এসে সবাইকে নিয়ে যান। তাদেরকে আরও কঠোর শাস্তি দেওয়া যেত। কিন্তু তারা ছাত্র, এটা ভেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপর থেকে উপজেলা পরিষদের এলাকায় সন্ধ্যার পর ছাত্রদের কাউকে পাওয়া গেলে একই ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে তারা পড়াশোনা বন্ধ রেখে আড্ডা না দেয়।

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের