হোম > সারা দেশ > কুমিল্লা

এনসিপি সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত: নুর

 কুমিল্লা প্রতিনিধি 

কুমিল্লা টাউন হল মাঠে গণ অধিকার পরিষদের সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর। আজ শুক্রবার বিকেলে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে ‘গণ-অভ্যুত্থানের জন-আকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কার’ শীর্ষক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর অভিযোগ করে বলেন, সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরাসরি সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে। তিনি বলেন, ‘মাইলস্টোনের ঘটনায় এবং তার পরবর্তী পরিস্থিতিতে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরতে হবে। এ বিষয়ে সরকারের দায়িত্বশীল ভূমিকা আশা করছি।’

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘যদি সচিবালয়ের মতো স্পর্শকাতর ও সুরক্ষিত জায়গায় সরকার সঠিকভাবে নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে অন্তর্বর্তী সরকারের পক্ষে ১৮ কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা নিয়েও জনমনে উদ্বেগ দেখা দেবে।’

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘আওয়ামী লীগকে স্থায়ীভাবে রাজনীতি থেকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি হয়ে উঠেছে। পাশাপাশি যদি সরকার নিরপেক্ষ আচরণে ব্যর্থ হয়, তাহলে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের আগে একটি নিরপেক্ষ সরকার গঠন জরুরি হয়ে উঠতে পারে।’

জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফয়েজ উল্লাহর সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, মঞ্জুর মোরশেদ মামুনসহ সংগঠনের নেতারা।

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের