হোম > অপরাধ > চট্টগ্রাম

ফের রোহিঙ্গা ক্যাম্পে খুন

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সৈয়দ হোসেন নামে এক রোহিঙ্গা যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সৈয়দ উপজেলার থাইংখালীর ১৯ নম্বর ক্যাম্পের বাসিন্দা ছিলেন। 

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ১৯ নম্বর ক্যাম্পের এ/ ১০ ব্লকের একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ। 

তাজনিমারখোলা ক্যাম্পের রোহিঙ্গারা জানান, মুখোশধারী একদল যুবক ক্যাম্পে ঢুকে ধারালো অস্ত্র বের করে সৈয়দকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। সন্ত্রাসীরা সৈয়দ হোসেনের হাতে, গলায় ও বুকে আঘাত করে। 

স্থানীয় রোহিঙ্গাদের দাবি, হাফেজ সৈয়দ হোসেন আরসার অপরাধমূলক কর্মকাণ্ডের বিপক্ষে সব সময় সোচ্চার ছিল। এ কারণে তাঁকে হত্যা করা হতে পারে বলে ধারণা তাঁদের। 

এপিবিএনের সহকারী পুলিশ সুপার ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যাকাণ্ডের কারণ খোঁজা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’ 

এ নিয়ে গত এক সপ্তাহে ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে তিনটি হত্যাকাণ্ড ঘটল। এর আগে গত ১৫ অক্টোবর ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/ ১৮ ব্লকে ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের দুই মাঝি আনোয়ার ও ইউনুসকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৮ অক্টোবর চারজনকে গ্রেপ্তার করে এপিবিএন। 

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা