হোম > সারা দেশ > নোয়াখালী

সোনাইমুড়ীতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার, আটক ১

নোয়াখালী প্রতিনিধি

প্রতীকী ছবি

নোয়াখালীর সোনাইমুড়ীতে নিখোঁজের দুই দিন পর শাহাদাত হোসেন সজীব (১৫) নামের এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রনি (১৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।  

আজ বুধবার সকাল সাড়ে  ১০টার দিকে উপজেলার কাশিপুর গ্রামের রুহুল আমিনের পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

শাহাদাত ওই গ্রামের মৃত শওকত আলীর ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

পুলিশ জানায়, গত সোমবার দুপুরে বাড়ির ছেলেদের সঙ্গে মারবেল খেলে সজীব। এরপর বিকাল থেকে নিখোঁজ হয় সে। তার পরিবারের লোকজন ও স্বজনেরা খোঁজাখুঁজি করে না পেয়ে মঙ্গলবার রাতে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। বুধবার সকালে পুকুরে সজীবের ভাসমান মৃতদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।  

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, সজীবের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল মর্গে পাঠানো হবে। জিজ্ঞাসাবাদের জন্য রনি নামে স্থানীয় এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের