হোম > সারা দেশ > কুমিল্লা

চান্দিনায় ট্রাক্টরচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ২ 

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় ট্রাক্টরচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চান্দিনা উপজেলার মাধাইয়া রহিমানগর সড়কের দেওকামতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) সুজন দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন–চান্দিনা উপজেলার নবাবপুর ইউনিয়নের কৈকরই গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. হাসান (১৬)। সে পার্শ্ববর্তী কচুয়া উপজেলার শ্রীরামপুর উচ্চবিদ্যালয় থেকে ২০২৪ সালে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। নিহত তাওহিদ (২০) চাঁদপুর জেলার কচুয়া উপজেলার হোসেনপুর গ্রামের হাফিজ উল্লাহর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, নবাবপুর থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে জোয়াগ ইউনিয়নের লক্ষ্মীপুর নতুন বাজার যাওয়ার পথে মাটিবাহী ট্রাক্টরটি চাপা দিলে ঘটনাস্থলেই হাসান নিহত হয়। আহতাবস্থায় তাওহিদকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।

চান্দিনা থানার এসআই সুজন দত্ত বলেন, দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। ট্রাক্টরের চালক পলাতক আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক