হোম > সারা দেশ > কুমিল্লা

‘১ মাসের মধ্যে সাবেক মেয়রদের দুনীতির শ্বেতপত্র প্রকাশ করব’

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) সাবেক মেয়র সাক্কু একজন দুর্নীতিবাজ। দুর্নীতিবাজ হিসেবে তাঁকে আপনাদের সামনে চিহ্নিত করব এবং প্রমাণ দেব। প্রমাণ দিতে না পারলে নির্বাচন থেকে সরে দাঁড়াব। শুক্রবার বিকেলে নগরীতে শাসনগাছা বাসস্ট্যান্ডে এক পথ সভায় এসব কথা বলেন কুসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত।

নগরীর ২২ নম্বর ওয়ার্ডের জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড থেকে সকাল ১১টা থেকে গণসংযোগ শুরু করেন। ২২ নম্বর ওয়ার্ডের পদুয়ারবাজার, দৈয়ারা, ২৩ নম্বর ওয়ার্ডের চাঙ্গিনী, ২৪ নম্বর ওয়ার্ডের রামপুর, গন্ধমতি, রশিদ সর্দারের বাড়ি, বিশ্ববিদ্যালয় মোড় এলাকায়ও পথ সভা করেন।

আরফানুল হক রিফাত বলেন, ‘বিগত মেয়র কুমিল্লা সিটি করপোরেশনকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। ১৫ জুনের নির্বাচনে মা-বোনদের নিয়ে নৌকায় ভোট দিন। আমি মেয়র নির্বাচিত হলে কুমিল্লা সিটি করপোরেশন থেকে দুর্নীতি উচ্ছেদ করব।’

রিফাত আরও বলেন, ‘নির্বাচিত হলে ১ মাসের মধ্যে বিগত দিনের মেয়র যে দুর্নীতি করেছে তার শ্বেতপত্র প্রকাশ করব। আমার শতভাগ প্রত্যাশা, এবার কুমিল্লার মানুষ জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকায় ভোট দেবে। দুর্নীতির বিরুদ্ধে গণ রায় দেবে কুমিল্লার জনগণ। আমি মেয়র নির্বাচিত হলে আমার নেতা হাজি আকম বাহাউদ্দিন বাহারের সঙ্গে যে অঙ্গীকার করেছি—সততার সঙ্গে সিটি করপোরেশন চালাব।’

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার