হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, ভবন থেকে লাফিয়ে পালালেন যুবক

কুমিল্লা প্রতিনিধি  

কুমিল্লার বুড়িচংয়ে আজ মঙ্গলবার সকালে একটি ভবনের তৃতীয় তলা থেকে এক নারী ও তাঁর মেয়ের লাশ উদ্ধারের খবর পেয়ে স্থানীয় লোজন জড়ো হয়। ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচংয়ে একটি ভাড়া বাসা থেকে এক নারী ও তাঁর কিশোরী মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে রামপুর এলাকার একটি ভবনের তৃতীয় তলার কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর ওই নারীর স্বামী ভবন থেকে লাফিয়ে পালিয়ে যান।

মৃতরা হলেন জাহেদা আক্তার (৩৫) ও তাঁর মেয়ে মিশু (১৫)। তাঁদের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলায়।

প্রতিবেশীরা জানিয়েছেন, ঘটনার পর ভোরে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে জাহেদার স্বামী মীর হোসেন পালিয়ে গেছেন।

বাড়ির মালিক আবুল খায়ের জানান, গত ১২ জুলাই রাজমিস্ত্রি মীর হোসেন বাসা ভাড়া নেন। আজ ভোরে হঠাৎ সে বাসা থেকে লাফিয়ে পড়ে তিনি পালিয়ে যান। পরে ঘরে গিয়ে দেখা যায়, তাঁর স্ত্রী ও এক মেয়ের লাশ ঘরে পড়ে আছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের